করোনা মহামারীতে খাদ্য সরবরাহে বৈশ্বিক হুমকি হতে পারে : এফএও
করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে খাদ্য সরবরাহ ব্যবস্থার জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন -বিষয়ক একটি সম্মেলনে এই সতর্ক বার্তা দেয়া হয়েছে। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে এখন চলছে লকডাউন, জরুরি অবস্থা ও কারফিউয়ের মতো কঠোর ব্যবস্থা।
সেই সঙ্গে বন্ধ রয়েছে বিভিন্ন দেশের সীমান্ত, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিয়ন্ত্রণ করা হয়েছে চলাচল। স্থল ও বিমানবন্দরগুলো বন্ধ থাকায় খাদ্যপণ্য আন্তর্জাতিকভাবে সরবরাহে ব্যাহত হচ্ছে। খাদ্য সংকট তৈরি না হলেও সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে দরিদ্র মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও সংস্থাটি জানিয়েছে। ভবিষ্যতে খাদ্য সংকট সামাল দিতে বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।