• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টানা দুইদিন দেশে করোনা আক্রান্ত নেই ॥ চাঁদপুরে এখনও কারো সংক্রমণ ধরা পড়েনি

প্রকাশ:  ৩০ মার্চ ২০২০, ১১:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে টানা দুইদিনে করোনায় কোনো আক্রান্ত ও মৃত্যু হয়নি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।

এ দিকে চাঁদপুর সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানা যায়, চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া তরুণের করোনা ভাইরাসের কোনো কিছু পরীক্ষার রিপোর্টে পাওয়া যায়নি। তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তিনি আরো জানান, শহরের পুরাণবাজারের বাসিন্দা সনু সাহার ঢাকায় মৃত্যু হয়েছে হার্ট এ্যাটাকে। আইইডিসিআরের পরীক্ষায় তার করোনা ছিল না।