• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসল, দৃশ্যমান ৪ কিলোমিটার

প্রকাশ:  ২৮ মার্চ ২০২০, ১০:৪৫ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বহুল প্রতিক্ষিত পদ্মার বুকে বসেছে সেতুর ২৭তম স্প্যান। এর মধ্যদিয়ে সেতুটির ৪ কিলোমিটারেরও বেশি  দৃশ্যমান হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় সেতুর জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নাম্বার খুঁটিতে ২৭তম স্প্যান বসিয়ে দেওয়া হয়।

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, শরীয়তপুরের জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মাসেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হবে। অর্থাৎ ৪কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের সেতু চোখে দেখা যাবে। পদ্মাসেতুর শেষ খুঁটির কাজ চলতি সপ্তাহেই পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছে পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা। এরপর বাকি থাকবে ১৪টি স্প্যান বসানোর কাজ।

এদিকে, সাড়ে ৯ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মাসেতুতে, শুধুমাত্র নদীর অভ্যন্তরেই পোড়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। সড়ক ও রেলপথ যুক্ত পদ্মাবহুমুখীসেতু দোতলা কাঠামোতে তৈরি হচ্ছে।

২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণকাজ। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে।

সর্বাধিক পঠিত