আজ গণহত্যা দিবস : রাত ৯টায় আলো নিভিয়ে ১ মিনিট নীরবতা পালন
আজ ২৫ মার্চ হচ্ছে গণহত্যা দিবস। যা ইতিহাসে ২৫ মার্চের কাল রাত নামে পরিচিত। ২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে। এদিন পাক হানাদার বাহিনীর দ্বারা বাজারবাগ পুলিশ লাইন আক্রান্ত হয়। তারা ঢাকায় নির্বিচারে বাঙালিদের হত্যা করা শুরু করে। এই ভয়াল রাতে পাক বাহিনী ট্যাঙ্ক কামান ও সমরাস্ত্র নিয়ে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। যার ফলে পরদিন ২৬ মার্চ থেকে বাঙালি নেমে যায় চূড়ান্ত মুক্তিযুদ্ধে। ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের বিষয়টি ২০১৭ সালে জাতীয় সংসদে পাস হয়েছে। তাই সরকারিভাবে এ দিবসটি পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন সংগঠন আজ গণহত্যা দিবস পালন করবে। তবে করোনা ভাইরাস ইস্যুর কারণে কোথাও কোনো সভা সমাবেশ বা আনুষ্ঠানিকতা নেই। শুধু রাত ৯টায় আলো নিভিয়ে (বস্ন্যাক আউট) ১ মিনিট নীরবতা পালন করবে।
উল্লেখ্য, সরকার এ দিবসটি 'আন্তর্জাতিক গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃতি পেতে নানা কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে।