• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাটকা নিধন প্রতিরোধে ২৩ দিনে আটক ৪৩ জন

প্রকাশ:  ২৪ মার্চ ২০২০, ১০:৪৯ | আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইলিশের পোনা জাটকা সংরক্ষণসহ চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় গত ১ মার্চ থেকে আগামী ৩১ এপ্রিল এ ২ মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা রক্ষায় দিন-রাত নদীতে পাহারা দিয়ে যাচ্ছে জেলা টাঙ্ফোর্সের সদস্যরা। তারপরও অসাধু জেলেদের নদীতে মাছ ধরা থেমে থাকেনি, তারা সময়-সুযোগ ফেলেই টাঙ্ফোর্সের সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল নিয়ে নদীতে নেমে পড়ছে। তাদের এ অবৈধ মাছ ধরা প্রতিরোধ করার লক্ষ্যে নদীতে গতকাল ২৩ মার্চ পর্যন্ত ২৮২টি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ৪০ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩,০৬৬ মেট্রিক টন জাটকা আটক করা হয়। আর আটককৃত জালের পরিমাণ ১৫২.৩৩ লক্ষ মিটার। যার আনুমানিক মূল্য ৩০৪৬. ৬ লক্ষ টাকা। নদীতে মাছ ধরার অপরাধে ৪৩ জন জেলেকে আটক করা সহ তাদের কাছ থেকে ১.১৮ লক্ষ টাকা জরিমানা ও ১৩টি মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।