• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ:  ১৮ মার্চ ২০২০, ১৪:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে এনএসআইএর যুগ্ম পরিচালক আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্ববধায়নে ডাঃ মোঃ হাবিব উল করিম, চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান মিয়া, নিবার্হী প্রকৌশলী গনপূতি বিভাগ মোঃ লেয়াসার ইবনে সাইফ, চাঁদপুর ডাক বিভাগের প্রকৌশলী মনজুরুল হক ভুঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী  মোহাম্মদ নামরুল্লাহ,জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আঃ রশিদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির, যুব উন্নয়নের উপ-পরিচালক সামছুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বকতিয়ার উদ্দিন, পল্লী উন্নয়ন বোর্ডের শাহাদাৎ হোসেন আকবর, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ, জেলা বিএডিসি কর্মকর্তা কামরুর আহম্মেদ, পাট অধিদপ্তরের সাইফুল আলম, বাখরাবাদ গ্যাসের এসিস্টেন্ট ম্যানেজার মোঃ মতিন মিয়া, চাঁদপুর পানী নদী বন্ধরের মোঃ আবদুল রাজ্জাক, জেলা কর্মসংস্থানের সহকারী পরিচালক জসিম উদ্দিন, জেলা ত্রান পূর্ণবাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক নূর হোসেন, ঔষুধ প্রশাসনের মৌসুমী আক্তার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাজিগঞ্জ পৌর মেয়র মাহবুবুল আলম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বিশ্বে এখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারন করছে। আমাদের দেশেও এখন মহামারি আকার ধারন করছে, এ থেকে পরিত্রানের জন্য সবাইকে সচেতন হতে হবে। এটা সরকারের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ। নিজে থেকে নিজেকে সবাই সচেতন করতে হবে, যারা নিজেরা নিজেদের মধ্য থেকে সচেতন না হবে, তাহলে তাদেরকে আইনের আওয়াত্তায় নিয়ে আসা হবে। নিয়মতান্ত্রিকভাবে চললেই আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবো। যারা বিদেশ ফেরত রয়েছে, তাদেরকে কোয়ারেন্টেইনে থাকতে হবে।