• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে না : সহসা পুনঃতফসিল

প্রকাশ:  ১৬ মার্চ ২০২০, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনের কোনো পদেই ভোট হচ্ছে না। পুরো নির্বাচনেরই নতুন করে তফসিল ঘোষণা করা হবে। সহসাই এই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অর্থাৎ নতুন তারিখে মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।


চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন ছিলো ২৯ মার্চ। এ লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মেয়র পদের প্রার্থীসহ কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীকও বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা গত ৯ মার্চ প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায়ও নেমে যান। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া গত শুক্রবার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুজনিত কারণে স্থানীয়ভাবে মেয়র পদে ভোটগ্রহণ বাতিল করা হয়।

 


এদিকে এ বিষয়টি নিয়ে গতকাল রোববার নির্বাচন কমিশনে সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশন নানা দিক বিবেচনা করে পুরো নির্বাচন বাতিল করার সিদ্ধান্ত দেয়। সে আলোকেই এখন নতুন তফসিল ঘোষণা করা হবে। তবে ইতিপূর্বে যারা চূড়ান্ত প্রার্থী হয়েছেন, তাদের আর নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।