চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১শ' প্রার্থীর মনোনয়ন বৈধ
আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদসহ সাধারণ ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর (পুরুষ) ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা।
গতকাল ১ মার্চ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। এতে মোট ১শ' একজন প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বাছাই শেষে বৈধতা পেয়েছে ৩ মেয়রসহ ১শ' প্রার্থী। বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থী হলেন পৌরসভার ১০নং ওয়ার্ডের মোঃ শাহআলম ভূঁইয়া। তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া অন্যান্য কাগজপত্রে গরমিল থাকায় বাছাইতে তা বাদ পড়ে।
এদিকে মেয়র পদে যে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান, জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ শফিকুর রহমান ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ বেলাল হোসেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের ৮০ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৮ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত বাতিল প্রার্থিতার বিষয়ে আপিল করার সময় রয়েছে। আগামী ৮ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।