• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই

প্রকাশ:  ০১ মার্চ ২০২০, ১৩:০০ | আপডেট : ০১ মার্চ ২০২০, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১ মার্চ) সকাল ৯টা থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৩জন, ১৫টি ওয়ার্ডে কাউন্সিরর পদে ৮০জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৮জন প্রার্থীসহ মোট ১০১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে মেয়র পদে আওয়ামী লীগের মনোননিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, বিএনপি থেকে মনোনিত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শফিকুর রহমান ভূঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী ও জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ বেলাল চূড়ান্ত ভাবে মেয়র পদে লড়াই করবেন। অন্যদিকে ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অফিসে মোট ৮০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২ থেকে ৪ মার্চ যাচাই-বাছাইয়ে বাতিলকৃত প্রার্থীদের আপিলের সময়। ৮ মার্চ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ৯ মার্চ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।