• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভায় ধানের শীষের একক প্রার্থী শফিক ভূঁইয়া

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দীর্ঘদিনের বিভক্তি থেকে অবশেষে একাট্টা হয়েছে চাঁদপুর জেলা বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে তারা চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে শফিকুর রহমান ভূঁইয়াকে ঘোষণা দিয়েছে। গতকাল রাতে এ উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দলের ঐক্য বজায় রাখতে আয়োজিত সভাটি মিলন মেলায় পরিণত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ম্যাডামকে মুক্ত করার জন্যে এই নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এই প্রথমবারের মতো পৌরসভায় ধানের শীষ প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। তাই নেতা-কর্মীরা উজ্জীবিত। দলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখা হবে। তিনি ধানের শীষের প্রার্থী শফিক ভূঁইয়ার পক্ষে সকল নেতা-কর্মীকে ২৯ মার্চ নির্বাচন পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার জন্যে বলেন।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লা সেলিম, প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব শেখ আবদুর রশীদ, নুরুল ইসলাম মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ শফিকুজ্জামান, মুনীর চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েল। জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ মিলনমেলা শুরু হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।