• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন-২০২০-এর মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ বেলা ১১ টা হতে ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ বিকেল ৫টা পর্যন্ত মেথা রোডস্থ জেলা বিএনপির কার্যালয় হতে বিতরণ ও গ্রহণ করা হবে। উল্লেখ্য, প্রতিদিন সকলা ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং গ্রহণ করা হবে। ২২ ফেব্রুয়ারি ২০২০ বিকেল ৫টার পর থেকে আর মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ করা হবে না। মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ করবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু (দপ্তরের দায়িত্বে নিয়োজিত)।