• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৭ নভেম্বর ২০১৯ মাওনা, গাজীপুর থেকে কমিউনিটি ব্যাংক মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৯, ১১:৪০ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৮
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মাওনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য আধুনিক ব্যাংক সেবাকে গাজীপুরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোক্সধন করেন বাংলাদেশ পুলিশের সহজলভ্য করতে ১৭ নভেম্বর ২০১৯ রবিবার, হোল্ডিং নং- ২৫৫, ভাই ভাই কমপে ক্স, মাওনা, শ্রীপুর পৌরসভা, ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

ব্যাংকের গ্রাহকবৃন্দ, পরিচালকবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং নামফলক উন্মো ন করে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল  তাঁর বক্তব্যে  বলেন- “বাংলাদেশ  পুলিশ  কল্যান ট্রাস্টের  উদ্যোগে  কমিউনিটি  ব্যাংক  গঠিত  হলেও  পুলিশ  সদস্যদের পাশাপাশি সাধারণ জনগন ও এর সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়াও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কমিউনিটি ব্যাংক নিঃসন্দেহে অত্র অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।“

অনুষ্ঠানে ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, আবু হাসান মোহাম্মদ তারিক বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার),  ডিআইজি ঢাকা রেঞ্জ, মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর, মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (কল্যান ট্রাস্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, এস.এম. তরিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক,  শামসুন্নাহার পিপিএম, গাজীপুর পুলিশ সুপার সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মসিউল হক চৌধুরী তাঁর বক্তব্যে  বলেন-“প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংক সেবা  চালু করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা  মানুষদের  নিকট  নিরাপদ  আর্থিক  লেনদেন  সুবিধা  প্রদানে  ব্যাংক  প্রতিশ্রুতিবদ্ধ  এবং  বিভিন্ন  কমিউনিটির সদস্যদের নিকট উদ্ভাবনী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই ব্যাংকের উদ্দেশ্য।“

 

ধন্যবাদান্তে,

ইয়াসের নূর
এসভিপি এন্ড চীফ মার্কেটিং অফিসার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সর্বাধিক পঠিত