• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেএসসিতে সর্বোচ্চ জিপিএ ৪ কার্যকর আগামী বছর: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ ৪ আগামী বছর থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, “এটি নিয়ে কাজ করা হচ্ছে, এটি এবার থেকে কার্যকর হবে না। এটা আগামী বছর যে জেএসজি-জেডিসি পরীক্ষা হবে, সেটা থেকে ইন্ট্রোডিউস করার লক্ষ্য নিয়ে কাজ করছি। আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ৫ পয়েন্টের গ্রেডিং পদ্ধতির বদলে ৪ পয়েন্ট চালু করার কথা সরকার ভাবছে বলে গত অগাস্টে দীপু মনি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তখন বলেছিলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আসছে  জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল ৪ পয়েন্টের জিপিএতে প্রকাশের পরিকল্পনা চলছে।

সর্বাধিক পঠিত