হরিণা ফেরিঘাটে র্যাবের অভিযান
এক হাজার বোতল ফেনসিডিলের চালানসহ চার নারী-পুরুষ আটক ॥ দুটি গাড়ি জব্দ


গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার বোতল ফেনসিডিলের চালানসহ ৪ জন নারী-পুরুষকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ১১-এর একটি টিম। এ ঘটনায় ১টি হাইস মাইক্রো ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি প্রণব কুমারের নেতৃত্বে অন্য সদস্যরা হরিণা ফেরিঘাটে অবস্থান নেন। ফেরি থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো খ ১১-৬৩৮৮) ও একটি সাদা রংয়ের হাইস (ঢাকা মেট্টো চ ১১-৪১৩০) গাড়ি উপরে উঠার সময় তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন গাড়ি চালক পালিয়ে যায়।
হরিণাঘাটের ব্যবসায়ীরা জানান, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে হাইস মাইক্রোবাসটি খুব দ্রুত চালিয়ে ঘাট ত্যাগ করে। তাদের আটক করা সম্ভব হয়নি। প্রাইভেটকারটিও দ্রুত চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়ির সাথে ধাক্কা লাগলে র্যাব তাদেরকে আটক করে।
র্যাব-১১ এর এএসপি প্রণব কুমার জানান, ভারত থেকে ফরিদপুর সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল ঢুকে মাদক কারবারীরা চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে আনুমানিক ১ হাজার পিচ ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে নাম-ঠিকানা পরবর্তীতে জানানো হবে।