চাঁদপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ॥ হাসপাতালে লাশ ফেলে স্বামীর পলায়ন
চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকার তানজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, তানজিনা বেগম কে তাঁর স্বামী জুয়েল খান গলা টিপে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আর হত্যা করার পর জুয়েল তানজিনাকে সদর হাসপাতালের জরুরী বিভাগে রেখে পালিয়েছে।
এ ঘটনায় নিহত তানজিনার বাবা মোঃ মুন্নাফ মুন্সী বাদী হয়ে হত্যা মামলার জন্য চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলার এজাহারে স্বামী জুয়েল খান, তার মা ও বাবাসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা মুন্সীর বাড়ির মুন্নাফ মুন্সীর কন্যা তানজিনা আক্তারের সাথে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী তপাদার বাড়ির নুরু খানের ছেলে জুয়েল খানের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। জুয়েল চাঁদপুর টেকনিক্যাল স্কুল এলাকায় তার মালিকানাধীন মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি দোকানে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করতো।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, কিছু দিন পূর্বে তানজিনা বেগম তার স্বামী পরিচয়ে জুয়েল খানকে নিয়ে পৌর ১৩নং ওয়ার্ডে আসে। সেখানে ওয়ারল্যাছ বাজারস্থ টিএনটি অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারিছ বেপারির ৪ তলা ভবনের নীচতলা ভাড়া নেয়। সেখানেই তানজিনা নিজের নামে একটি বিউটি পার্লার খুলে ব্যবসা শুরু করে।