৫ শতাধিক জেলেসহ ৩২ ভারতীয় ট্রলার জব্দ
পটুয়াখালীতে পাঁচ শতাধিক জেলেসহ ৩২টি ভারতীয় ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে দিক হারিয়ে এসব ফিশিং বোট রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে রাখে।
রোববার (৭ জুলাই) সকালে বঙ্গোপসাগরের চালিতাবুনিয়া এবং মৌডুবি এলাকা থেকে এসব ট্রলার আটক করে পায়রা সমুদ্র বন্দরের কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে রেখেছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো নোঙরে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোন অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।
প্রদীপ-০৩ ট্রলারের জেলে শ্রীমন্ত দাস জানান, তারা সাগরবক্ষে মাছ শিকারকালে ঝড়ের কবলে বহরে থাকা দুটি ট্রলার ডুবে যায়। শনিবার রাতে ঝড়ের কবলে তারা সকলে দিক হারিয়ে বাংলাদেশি ট্রলারের সঙ্গে কিনারে আশ্রয় নিতে থাকে। এক পর্যায়ে রামনাবাদে এসে আশ্রয় নেয়। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়।
এদিকে, বাংলাদেশী জেলেদের দাবি, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে অবাধে মাছ শিকার করছে।
তারা আরও জানান, ট্রলার ও আটকদের বর্তমানে পায়রা বন্দরে রাখা হয়েছে। আর জেলেদের তালিকা তৈরির কাজ চলছে। কোনো ট্রলারে ২০ জন, ২২ জন, আবার কোনো ট্রলারে ১৮ জন, ১৭ জন করে জেলে রয়েছেন। যে কারণে আটক হওয়া জেলের সঠিক সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না।