• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর

প্রকাশ:  ০১ জুলাই ২০১৯, ০৮:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একটি স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। পুলিশ হেডকোয়ার্টার এআইজি (মিডিয়া এন্ড পিআর) মোঃ সোহেল রানা এক মিডিয়া রিলিজের মাধ্যমে এ তথ্য জানান। মিডিয়া রিলিজে বলা হয়,বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। জেলার এসপিসহ সকল রেঞ্জ ডিআইজিগণকে ঢাকায় ডেকে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সরাসরি নির্দেশনা দেয়া হয়েছে। নিয়োগে যে কোনো প্রকার দুর্নীতি রোধ করতে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিমালা ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
প্রতারক ও দালাল চক্রের অপতৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সকল জেলায় ব্যাপক প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। কনস্টেবল নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। প্রচারণায় জানানো হয়েছে, কারো বিরুদ্ধে আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুষ্ঠু ও স¦চ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা দিতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রতিটি জেলায় পাঠানো হয়েছে। প্রতি জেলায় নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের একটি ইনটেলিজেন্স টিম কাজ করছে। সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও গোয়েন্দা দলের মতামত এবং পরামর্শের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তা সত্ত্বেও বিচ্ছিন্ন কয়েকটি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যার প্রতিটি ক্ষেত্রেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে দুর্গম পাহাড়ি এলাকায় বদলি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কনস্টেবল পদে নিয়োগে জেলার যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

সর্বাধিক পঠিত