হাতিয়ার ইলিশে জেগে উঠেছে চাঁদপুর মাছঘাট
মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত চাঁদপুরের নদী বক্ষে ইলিশের আকাল চলছে। এ পরিস্থিতির মধ্যে সমুদ্র উপকূলীয় এলাকার জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় হাতিয়ার ইলিশে কিছুটা জেগে উঠেছে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর মাছঘাট। কিছুদিন আগেও এ মাছঘাট ছিল অনেকটাই নীরব। এখন সেখানে দেদারছে চলছে ইলিশ বিক্রির হাঁকডাক। গতকাল শুক্রবার (২৮জুন) একদিনেই ইলিশ বোঝাই হয়ে ঘাটে এসেছে ৭টি ফিশিং ট্রলার। মাছের আকারভেদে প্রতিমণ ইলিশ পাইকারী ৩০ হাজার টাকা থেকে ১৭/১৮ হাজার টাকা দরে বিক্রি হয়।
হাজী মালেক খন্দকার, গফুর জমাদার, বাবুল হাজী, দুলাল গাজী, সিরাজ চোকদার ছোট, কালু ভূঁইয়া, হাজী রব চোকদার, মেজবাহ মাল নামক আড়তগুলোতে অনেক দিন পর রূপালী ইলিশের চাঙ্গাভাব দেখা যায়। নামার এই ইলিশ বেচা-কেনার ধুম আর পাইকারদের আনাগোনা এবং শ্রমিকদের কাজের তৎপরতা দেখে মাছঘাট পুরানো চেহারায় ফুটে উঠেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক হাজী মোঃ শবেবরাত সরকার জানান, সব মিলিয়ে দুশ’ মণ হবে মাছ ঘাটে এসেছে। ইলিশের এই আমদানি সাময়িক। লোকাল পদ্মা-মেঘনায় মাছ নেই। মাঝে মধ্যে নামার কিছু ইলিশ আসলে আমরা মৎস্য ব্যবসায়ীরা আশার আলো দেখতে পাই।