• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রামপুর ইউনিয়নে ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে দুটি সড়কের সংস্কার কাজ চলছে

প্রকাশ:  ২৬ জুন ২০১৯, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নস্থ ছোটসুন্দর-রামপুর-রাঢ়ীরচর সড়ক দিয়ে হেঁটে গেলে চোখ জুড়ানো অপূর্ব দৃশ্য চোখে পড়বে। রামপুর আদর্শ আলিম মাদ্রাসার সামনে দিয়ে যে রাস্তাটি দক্ষিণ দিকে গেছে, সে রাস্তার ডাকাতিয়ার পাড় যেখানে এবং যে স্থানে রাস্তা ও নদী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেসব জায়গায় গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। একই সাথে ডাকাতিয়ার পাড়ে জিও টেক্সটাইল ব্যাগ ফেলে তার উপর সিসি ব্লক বসানো হয়েছে। এখানেই শেষ নয়। গ্রামবাসী যেনো নদীতে গোসলসহ প্রয়োজনীয় কাজ সহজভাবে সারতে পারে সেজন্যে দৃষ্টিনন্দন ৪টি ঘাটলা করা হয়েছে। নদীর পাড়ে এভাবে সিসি ব্লক দিয়ে বাঁধাই করা এবং দৃষ্টিনন্দন ঘাটলা দেখতে এলাকায় প্রতিদিন শত শত মানুষ আসছে এবং অবকাশ যাপন করছে। কেননা এ দৃশ্যটি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়।
চাঁদপুর এলজিইডি কর্তৃক ছোটসুন্দর-রামপুর-রাঢ়ীরচর সড়ক এবং কামরাঙ্গা-তুলাতল-বাকিলা সড়ক (৪ কিঃমিঃ) সংস্কার কাজ শুরু হয়েছে। ১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ ২টি সড়কের সংস্কার কাজ চলমান। অনেকদিন যাবৎ এ সড়ক দুটি খুবই নাজুক অবস্থায় ছিলো। বিশেষ করে ডাকাতিয়া নদীর তীরবর্তী হওয়ায় রামপুর গ্রামের রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ ছিলো। শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনির বিশেষ উদ্যোগে রাস্তাটির ডাকাতিয়া নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়ালসহ বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগের ওপর সিসি ব্লক বসানোর কাজ সমাপ্ত হয়েছে। শুধু তাই নয়, এ রাস্তার পার্শ¦বর্তী বাড়ির মানুষের ডাকাতিয়া নদীতে গোসলসহ প্রয়োজনীয় কাজের সুবিধার্থে ৪টি দৃষ্টিনন্দন ঘাটলা করা হয়েছে। এতে করে উক্ত রাস্তাটি পূর্বের তুলনায় অনেক টেকসই হবে এবং ডাকাতিয়া নদীর তীরবর্তী হওয়ায় রাস্তাটির সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে। উক্ত রাস্তাটি দেখতে এবং অবসর সময় কাটাতে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার ভ্রমণপিপাসু মানুষ প্রতিদিন এখানে আসছে। এমন প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গায় মানুষ এসে স্বস্তির নিঃশ^াস ফেলছে। এজন্যে রামপুর গ্রামবাসীসহ ঘুরতে আসা জনগণ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ প্রসঙ্গে রামপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী বলেন, এ কাজ খুবই মানসম্মত হবে আশা করছি। ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল করায় রাস্তাটি আর ভেঙ্গে নদীতে পড়ার আশঙ্কা নেই। তাছাড়া নদীর পাড় যেভাবে সুন্দর করা হয়েছে, তাতে যে কারো এখানে ঘুরতে আসতে মন চাইবে। বড় বাজেটে রাস্তা দুটি সংস্কার কাজের বরাদ্দ দেয়ায় তিনি ইউনিয়নবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।