আজ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুজিববর্ষকে সামনে রেখে এবার মাসব্যাপী কর্মসূচি ॥ আজ জেলা অফিস উদ্বোধন
আজ ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে এ দলটির জন্ম। সেদিন পুরানো ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। অল্প কজন নেতার উদ্যোগে প্রতিষ্ঠিত দলটির মানুষের মন জয় করতে খুব বেশি দেরি হয়নি। পাকিস্তান আমলে এই দলটি হয়ে ওঠে এ দেশের মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক হিসেবে। যত সময় গেছে দল আকারে বড় হয়েছে। আর সময়ের ব্যবধানে প্রয়োজনের তাগিদে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিবর্তন করতে হয়েছে বেশ কবার। রোজ গার্ডেন থেকে ১৯৫৩ সালে ৯ কানকুন লেনে, ১৯৫৬ সালে পুরান ঢাকায় ৫৬ সিমসন রোডে, ১৯৬৪ সালে ৯১ নবাবপুর রোডে, এরপরে সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে এবং পরে পুরানা পল্টনে কার্যালয় স্থানান্তরিত হয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম চলেছিল। এরপর যায় সার্কিট হাউস রোডে। সেখান থেকে ১৯৮১ সালে শেখ হাসিনা দলের সভানেত্রী হয়ে দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যালয় হয় বঙ্গবন্ধু এভিনিউতে। যেখানে আজ আধুনিক প্রযুক্তি সম্বলিত বহুতল ভবনের কেন্দ্রীয় কার্যালয়। যে ভবনটি গত বছর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। আর এবার উদ্বোধন হবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন। এ ভবনেই আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।
এদিকে ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে সে বছরকে যে মুজিববর্ষ হিসেবে পালন করা হবে, তার সাথে যোগসূত্র রেখে এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি মাসব্যাপী নেয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে। সে আলোকে চাঁদপুর জেলায়ও মাসব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।
আজ ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। আরো রয়েছে দলীয় কার্যালয় আলোকসজ্জা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া চাঁদপুর জেলার আটটি উপজেলায় এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নানা কর্মসূচি পালিত হবে। ওইসব কর্মসূচিতে জেলা নেতৃবৃন্দ যোগ দেবেন।