কাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড)
চাঁদপুর জেলায় তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে
আগামীকাল ২২জুন শনিবার সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় এ কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ সারাদেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় বা কর্মশালার আয়োজন করেছে। সে ধারাবাহিকতায় চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ গোলাম কাউসার হিমেল চাঁদপুর জেলায় ক্যাম্পেইন সফল করতে গৃহীত পরিকল্পনা তুলে ধরেন এবং ভিটামিন এ প্লাস সংক্রান্ত তথ্য তুলে ধরেন। তিনি জানান, চাঁদপুর জেলায় ৩ লাখ ২৮ হাজার ৭শ’ ২৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২শ’ ২৭ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার ৪শ’ ৯৮ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ২ হাজার ৩শ’ ৪৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও আউটরীচ কেন্দ্র থাকবে ২ হাজার ২শ’ ৮টি। স্বেচ্ছাসেবক কাজ করবে মোট ৩ হাজার ৬শ’ ৫৫ জন। পুরো কার্যক্রম তদারকীর জন্যে ১ম শ্রেণীর তদারককারী কর্মকর্তা থাকবেন ৫শ’ ৫ জন।
ডাঃ হিমেল আরো জানান, ভিটামিন ‘এ’-র সাথে প্লাস যোগ হওয়ার অর্থ হচ্ছে-এ ক্যাম্পেইনে শুধু ভিটামিন এ’ই খাওয়ানো হবে না, সাথে আরো গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ও তথ্য জনগণকে জানানো হবে। এ জন্যই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বলা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, সাবেক সভাপতি বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা ও সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। সভায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।