• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ঈদুল ফিতর উদযাপন

প্রকাশ:  ০৯ জুন ২০১৯, ১৪:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর চাঁদপুরে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। এবার বৃষ্টি না হওয়ায় ঈদের নামাজ ঈদগাহে পড়তে পেরেছেন মুসল্লিরা। তাতে মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আবহাওয়ার অনুকূল পরিবেশ থাকায় ঈদের দিন সবাই ঈদ উৎসব আনন্দে মেতে উঠে।
ঈদুল ফিতরের দিন ৫ জুন বুধবার সকাল ৮টায় চাঁদপুর শহরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় চাঁদপুর পৌর ঈদগাহে। নামাজে ইমামতি করেন বাহাদুরপুরের পীর ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওঃ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগণ এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ঈদের এই প্রধান জামাতে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন সময়ে চাঁদপুর আউটার স্টেডিয়াম, চিশ্তিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বেগম জামে মসজিদ ঈদগাহ, পুলিশ লাইনস্ ময়দান, বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ, পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠসহ চাঁদপুরে প্রায় ২শ’ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মধুসূদন স্কুল মাঠে ঈদের নামাজ পড়ান পুরাণবাজার বড় মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল। আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ফকীহ হযরতুল আল্লামা আলহাজ¦ মুফতি হেলাল উদ্দিন আল-কাদেরী। এই ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজ শেষে ইমাম সাহেবগণ খুৎবা পাঠ করেন। এর আগে ইমাম সাহেবগণ এক মাসের সিয়াম সাধনার শিক্ষা যেনো প্রতিটি মুসলমানের প্রাত্যহিক জীবনে প্রতিফলিত হয় এবং সমাজে যেনো এর প্রভাব পড়ে সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
খুৎবা পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজশেষে সকল ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে ঈদের কোলাকুলি করেন। ঈদ উপলক্ষে বিভিন্ন এতিমখানা, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার ও দুঃস্থদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

সর্বাধিক পঠিত