মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন
প্রকাশ: ০৪ জুন ২০১৯, ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে তারতম্য হয়ে থাকে।
সে অনুযায়ী মঙ্গলবার (৪ জুন) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ।
তবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার ভিত্তিতে বুধবার কিংবা বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারই উদযাপিত হচ্ছে ঈদ। তবে মিসর, সিরিয়া, জর্ডানসহ আরও বেশ কিছু দেশে বুধবারের আগে ঈদ হচ্ছে না।