দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে বাংলাদেশের সহজ জয়
প্রকাশ: ০৭ মে ২০১৯, ২৩:২৭ | আপডেট : ০৭ মে ২০১৯, ২৩:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
২৬২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলো বাংলাদেশ। তামিম-সৌম্য জুটির অসাধারণ খেলা বাংলাদেশ দলকে টেনে নিয়ে অনেকখানি এগিয়ে দিয়েছে জয়ের কাছাকাছি।তামিম-সৌম্য জুটি থেকে সৌম্য আগে চলে যায়। এরপর তামিম চলে গেলেও দলের রান এখনও বেশ দ্রুতগতিতে এগুচ্ছে।
দলকে জয় এনে দিতে শেষ জুটি হিসেবে ব্যাট করেছেন মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান।হাতে ৫টি ওভার থাকতে ৪৪ ওভারের শেষ বলে মুশফিক দলকে বিজয় এনে দিলেন।আজ বাংলাদেশ দলের মাথায় কোনো টেনশন ছিলো না। রান পেয়েছে যথেষ্ট, হাতে উইকেটও ছিলো যথেষ্ট। ওভারও ছিলো পর্যাপ্ত।