• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

প্রকাশ:  ০৬ মে ২০১৯, ১৫:২৬ | আপডেট : ০৭ মে ২০১৯, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে আজ বৈঠক আহ্বান করা হয়েছে। আজ বিকেলে ঢাকা বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটি এই বৈঠক করবে। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আজ সোমবার সূর্যাস্তের পর দেশের কোথাও চাঁদ দেখা গেলে আজই হবে প্রথম তারাবীহ। আর আজ যদি চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল মঙ্গলবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। তখন স্বাভাবিকভাবেই বুধবার থেকে রমজান মাস শুরু হবে এবং এদিনই হবে প্রথম রোজা। যদি তাই হয়, তাহলে মঙ্গলবার হবে প্রথম তারাবীহ। তবে আজ বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা পালন শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নি¤েœাক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্যে অনুরোধ জানানো হয়েছে :
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, মঙ্গলবার থেকে রোজা শুরু  হবে মনে হয়। আমরা পঞ্জিকা ও বিগত দিনে চাঁদের হিসেব মতো ক্যালেন্ডার করেছি।     রমজানে চাঁদপুরে তারাবীহর নামাজ সকল মসজিদে একই নিয়মে পড়াতে মসজিদ কমিটিকে অনুরোধ জানিয়েছি। তা হচ্ছে প্রথম দিন থেকে ৬ দিন পর্যন্ত দেড় পাড়া করে পড়তে। আর কোরআন খতম শেষ করতে বলা হয়েছে  লাইলাতুল ক্বদরের রাতে। এভাবে তারাবীহ আদায় করলে পথিক মুসল্লি বিড়ম্বনায় পড়বে না। চাঁদপুরে  ৪ হাজার ২'শ মসজিদ রয়েছে। এর মধ্যে ৩ ভাগ মসজিদেই খতমে তারাবীহ হয়ে থাকে।   

 

 

সর্বাধিক পঠিত