• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জনগণের প্রত্যাশা অনুযায়ি সেবা দিতে হবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০১৯, ১৪:০১ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিতদের সাথে মতবিনিময় সভায়
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন,জনগণের প্রত্যাশা অনুযায়ি সেবা দিতে  হবে। কারন এই উপজেলা পরিষদের নেতৃত্বে বিগত সময়ে বিএনপি-জামাতের নেতৃত্ব থাকায়।তারা জনগণের কাঙ্খিত প্রয়োজনটুকু পর্যন্ত মিটাতে পারেনি।তাই জনপ্রতিনিধি হিসেবে যে জনগণের ওপর দায়িত্ব পালন করতে হয় তা এবারের নব-নির্বাচিতদের কাজের মাধ্যমে সেটা বুজিয়ে দিতে হবে।

২৭ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যানদের নিয়ে ১ম মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন,সামাজিক উন্নয়ন ঘটাতে আওয়ামীলীগ বদ্ধ পরিকর।তাই এই উপজেলার জনগণ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩ টিতেই আওয়ামীলীগ প্রার্থীদের বিজয় এনে দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।সেই সাথে নব-নির্বাচিতরা পরিষদের সকল ক্ষেত্রে ও জণগণের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, চাঁদপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন,জনগণ আমাকে তাদের জন্য কাজ করবার সুযোগ দিতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।তাই আমি চেষ্টা করবো সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের সে আস্থা ও ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে।সেই সাথে তাদের সেবক হয়ে যেন সততা ও নিষ্টার সাথে আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সর্বদা পালন করতে পারি।সেই দোয়া সকলের কাছে প্রার্থণা করছি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন আলী আরশাদ মিয়াজী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,জেলা যুব মহিলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম,পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জেলার আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বাপসা'র নেতৃবৃন্দ প্রমুখ।