• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুজিবনগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তি সংগ্রাম হয়েছিলো, এটি যেনো আমরা ভুলে না যাই : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৭ এপ্রিল ছিলো  ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
 তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কীভাবে ঘটেছিল তা অনেকটা বুঝতে পারা যায় সে জায়গায় মানে সেই ঐতিহাসিক আ¤্রকাননে গেলে। যেখানে মুজিবনগর সরকার গঠন এবং শপথ নিয়েছিলো। এ মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয়মাস মুক্তিযুদ্ধ হয়েছিলো, এ সত্য ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। তাই বাঙালির ইতিহাসে মুজিবনগর দিবসের তাৎপর্য ব্যাপক। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে যে  স্বপ্ন দেখেছিলেন  তা আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁরই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন। আসুন আমরা সবাই মিলে তাঁর হাতকে শক্তিশালী করি, এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ি। আমরা আমাদের কাজের মাধ্যমে যেনো এ দেশকে এগিয়ে নিয়ে যাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমানেরর  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার  (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর বিতর্ক একাডেমীর অধ্যক্ষ ও বিশিষ্ট ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

 

 

সর্বাধিক পঠিত