পুরাণবাজারে কোস্টগার্ডের উপর জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ
চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী রনাগোয়াল এলাকায় কোস্টগার্ডের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে জেলে ও স্থানীয় কিছু দুর্বৃত্ত। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় এ হামলার ঘটনাটি ঘটে। পরে কোস্টগার্ড জেলা টাস্কফোর্সকে বিষয়টি জানালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোস্টগার্ড নদীতে অভিযান চালানোর সময় তাদের উপর এ হামলা চালানো হয়।
জানা গেছে, গতকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ২৫০ কেজি পাঙ্গাসের পোনা, ৫০ কেজি জাটকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি ট্রলার জব্দ করা হয়। আটক মাছগুলো মোলহেডে উপস্থিত শতাধিক গরিব মানুষের মাঝে বিতরণ এবং জাল ও নৌকা বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, এ ২৫০ কেজি পাঙ্গাসের পোনা শুধুমাত্র ১টি চাঁই থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা এম আসাদুল বাকী ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, কোস্টগার্ড নদীতে অভিযান পরিচালনা করার সময় পুরাণবাজার রণাগোয়াল এলাকার কিছু জেলে কোস্টগার্ডকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে জেলা টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশপাশের কয়েকটি বাড়িতে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করলে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নদীতে না নামার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।