• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০১৯, ২০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নুসরাত জাহান রাফির উপর নির্যাতন এবং পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে ফরিদগঞ্জে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব ও সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার রক্ষাকারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ফোরামের আহ্বায়ক নাজির আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর জামাল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল পাটওয়ারী, ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা পাবেল পাটওয়ারী, রাজু পাটওয়ারী, মাজহারুল আরিফ, শিমুল পাটওয়ারী, এমরান মিজি প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নুসরাতের উপর নির্যাতন ও হত্যাকা-ের সাথে যারা প্রকাশ্যে ও নেপথ্যে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দাবি করেন।
এ সময় তারা বলেন, এভাবে একের পর এক নুসরাতরা কেনো নির্মম নির্যাতনের বলি হবে? কেনো সকল কাজে দেশের প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে? কেনো আইনশৃঙ্খলা বাহিনী নুসরাতের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি? কেনো বারংবার সাধারণ মানুষকে এসব বিষয়ে রাস্তায় নামতে হচ্ছে? সময় এসেছে প্রশাসনসহ সকলকে সজাগ হওয়ার জন্যে। ঘণ্টাকালব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়াড়, রাজনৈতিক কর্মী, সাংবাদিক  এবং বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত