• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পর্যটকবাহী আরভি বেঙ্গল গঙ্গার চাঁদপুরে যাত্রাবিরতি

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পর্যটকবাহী বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ‘আরভি বেঙ্গল গঙ্গা’ ১৯ জন পর্যটক আর ৩০ জন ক্রু নিয়ে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে যাত্রাবিরতি করেছে। ঢাকা-কলকাতা নৌ-রূটে যাত্রীবাহী জাহাজ চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ে পর্যটকবাহী এ জাহাজটি কলকাতা থেকে বাংলাদেশে আসে। এটি দেশের বিভিন্ন অঞ্চল হয়ে গতকাল চাঁদপুর আসে।
এদিকে বিলাসবহুল জাহাজটি দেখার জন্যে উৎসুক জনতা বড়স্টেশন এলাকার পুরাতন লঞ্চঘাটে ভীড় জমান। ভারতের সাথে বাংলাদেশের সরাসরি বাস যোগাযোগ দীর্ঘদিন অব্যাহত থাকার পর প্রায় ২ বছর পূর্বে যাত্রা শুরু করে ভারত-বাংলাদেশ ট্রেন সার্ভিস। বর্তমানে নৌ-পথে ২ দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা স্থাপনের লক্ষ্যে গ্রহণ করা হয় পরীক্ষামূলক যাত্রীবাহী জাহাজ চলাচল ব্যবস্থা। তারই প্রতিফলন ঘটাতে গত ২৯ মার্চ সোমবার নারায়ণগঞ্জের পাগলার মেরী এন্ডারসন থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরীক্ষামূলকভাবে ছেড়ে যায় বিলাসবহুল মধুমতি যাত্রীবাহী জাহাজ। অনুরূপভাবে ভারতের কলকাতা গার্ডেন রিচ থেকে গত ২৯ মার্চ সকাল ১১টায় ছেড়ে আসে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। জাহাজটি গত ৩১ মার্চ বিকেল আড়াইটায় বাংলাদেশ সীমান্ত রায়মঙ্গল পৌঁছলে বিআইডব্লিউটিএ’র তিতাস জাহাজ ভারতের জাহাজটিকে রিসিভ করে বাংলাদেশ জলসীমানার পথ দেখিয়ে নিয়ে আসে এবং আংটিআরা স্থানে ইমিগ্রেসন কার্যক্রম সম্পন্ন করে রাত ৮টায়। পরদিন ১ এপ্রিল সকাল ৬টায় ছেড়ে এসে বিকেলে বাগেরহাট পৌঁছে এবং বিআইডব্লিউটিএ ঘাটে অবস্থান নেয়। পরদিন ২ এপ্রিল সকালে গঙ্গা ছেড়ে এসে কাউখালী ঘাটে পৌঁছে রাত ৭টায়। এ স্থান থেকে পরদিন ৩ এপ্রিল সকালে ছেড়ে দুপুর আনুমানিক দেড়টায় পৌঁছে বরিশাল নৌ-বন্দরে। রাতে বরিশাল অবস্থান শেষে গতকাল ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ছেড়ে এসে বিকেল সাড়ে ৬টায় নাগাদ চাঁদপুর বড়স্টেশন এলাকার পুরাতন লঞ্চঘাটে এসে পৌঁছে আরভি বেঙ্গল গঙ্গা। জাহাজটি আজ দিনের কোনো এক সময় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ৬ এপ্রিল পাগলা মেরী এন্ডারসনে পৌঁছবে।