• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ পবিত্র শবে মিরাজ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১৪:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ৩ এপ্রিল বুধবার দিবাগত রাতটি হচ্ছে পবিত্র শবে মেরাজ তথা মেরাজের রজনী। যার আরবি তারিখ ও সময় হচ্ছে ২৬ রজব দিবাগত রাত। রজব মাসের এই মহিমান্বিত দিন ও রাতটি হচ্ছে আজ। মুসলিম উম্মাহর কাছে এ দিবসটি খুবই তাৎপর্যবহ এবং গুরুত্বপূর্ণ। এ রাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বজগত তথা সকল সৃষ্টিজগত পাড়ি দিয়ে জাগ্রত অবস্থায় মহান আল্লাহর দীদার লাভ করেন। এ মিরাজ রজনীতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের জন্যে মহান আল্লাহর পক্ষ থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ নিয়ে আসেন। আর এ নামাজই হচ্ছে মুমিনদের জন্যে মিরাজ স্বরূপ। আজ রাতে বাংলাদেশসহ সারাবিশে^ বিভিন্ন মসজিদ এবং মাজার-দরগাহ ও খানেকায় শবে মিরাজের তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। চাঁদপুরেও অনুরূপভাবে পালিত হবে শবে মিরাজ। শবে মিরাজ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবাার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকবে।