• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এইচএসসি ও সমমানের পরীক্ষা

চাঁদপুর জেলায় প্রথমদিন অনুপস্থিত ১শ’ ৯৩

প্রকাশ:  ০২ এপ্রিল ২০১৯, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ২০১৯ সালের এইচএসসি, আলিম, বিএম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা গতকাল ১ এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। চাঁদপুরে সর্বমোট ৫২ কেন্দ্রে ১৯ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথমদিনের পরীক্ষায় ১শ’ ৯৩ জন পরীক্ষার্থী অজ্ঞাত কারণে পরীক্ষা থেকে বিরত ছিলো। তবে প্রথমদিন জেলার কোথাও কোনো বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাঁদপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কার্যায়ের শিক্ষা শাখা সূত্র মতে, জেলায় এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ৬৩১ জন এবং কেন্দ্র ৩৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৭৬১ এবং কেন্দ্র ১২টি থাকার কথা থাকলেও ৩১ মার্চ ১টি কেন্দ্র স্থগিত করে ১১টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩২৯ জন ও কেন্দ্র ৬টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২০৩ জন, কেন্দ্র ১ টি।
প্রাপ্ত তথ্য মতে, এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সদরের ৫টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৭৯১ জন, হাজীগঞ্জের ৭টি কেন্দ্রে ২ হাজার ৬১৮ জন, শাহরাস্তির ৪টি কেন্দ্রে ১ হাজার ৭ জন, মতলব দক্ষিণের ৩টি কেন্দ্রে ১ হাজার ৭২২ জন, মতলব উত্তরের ৪টি কেন্দ্রে ১ হাজার ৬৩৪ জন, ফরিদগঞ্জের ৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬৯ জন, কচুয়ার ৫টি কেন্দ্রে ২ হাজার ২১৭ জন ও হাইমচরের ১টি কেন্দ্রে ৪৯৭ জন পরীক্ষার্থী। সর্বমোট ১১ হাজার ৭শ’ ৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও বাংলা ১ম পত্রের পরীক্ষায় ৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১১ হাজার ৬শ’ ৯২ জন।
মাদ্রাসা বোর্ড ঢাকার অধীনে আলিমে কুরআন মাজীদ পরীক্ষায় চাঁদপুর জেলায় ২ হাজার ২শ’ ৫০ জন পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও ১শ’ জন পরীক্ষার্থী অজ্ঞাত কারণে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ হাজার ১শ’ ৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বিএম পরীক্ষায় বাংলা ২য় পত্রে ৬টি কেন্দ্রে ৮শ’ ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও অজ্ঞাত কারণে ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ৮শ’ ২৫ জন শিক্ষার্থী বিএম শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 

সর্বাধিক পঠিত