• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হঠাৎ কালবৈশাখী ঝড়

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় প্রথমে শুরু হয় কালবৈশাখী। সেই সাথে ধূলি ঝড়। তখন অনেক গাছপালা রাস্তায় ভেঙ্গে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত।
দিনভর প্রচ- গরম থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই চাঁদপুরের আকাশ অন্ধকার হয়ে আসে। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাকভেজা হন। ধূলিঝড় পথচারীদের চোখেমুখে আঘাত হানে। মানুষের বাসা-বাড়িতে ধূলাবালির স্তর জমে যায়।
ঝড়ের তীব্রতা বেশিক্ষণ না থাকলেও আধা ঘন্টার বেশি সময় নিয়ে ভারী বৃষ্টি হয়েছে। তবে এই কালবৈশাখীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

 

সর্বাধিক পঠিত