• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ:  ৩০ মার্চ ২০১৯, ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে নৌ বাহিনীর সদস্যরাও কাজ করে।

 

আজ ৩০ মার্চ, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।

 

 

এর আগে আজ ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

দেবাশীষ আরও বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় জানায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও আগুনের কোনো সূত্র রয়েছে কি-না।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ৯টি ইউনিট এসে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচা মার্কেটের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি। আগুনের শিখা কমে এসেছে। এখনো ধোঁয়া বের হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে ৩ থেকে ৪ বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।’

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরে একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।

সর্বাধিক পঠিত