• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৪শ’ ৭৯ স্কুল-মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ০১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় চাঁদপুরেও অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিন নির্বাচন-২০১৯। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ৭ পৌরসভার ৪শ’ ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮৪টি মাধ্যমিক স্কুল ও ১৯৫টি দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ নির্বাচনের প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা স্টুডেন্টরা নিজেরাই সম্পন্ন করে।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন জানান, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।
সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মোট ১২শ’ ৫০ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতি ক্লাসে ৮ জনকে কেবিনেট সদস্য নির্বাচিত করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ নেয়ামত হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন এবং প্রধান সমন্বয়কারী ছিলেন সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও সদস্য ছিলেন শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া ও তাসলিমা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলাউদ্দিন মজুমদার এবং অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন।
এছাড়া চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়সহ আরো কিছু প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। মধুসূদন উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক জানান, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে একরকম উৎসবের আমেজ দেখা গেছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের প্রায় ১১শ’ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতি ক্লাস থেকে ৫ জন করে এবং ক্রমান্বয়ে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত আরও ৩জন করে মোট ৮জনকে নির্বাচিত করে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী পাপন ত্রিপুরা। তাদের সহযোগিতা করেন সকল শিক্ষক।

 

সর্বাধিক পঠিত