• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক নারী দিবসে সম্মানীত হলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১০:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক নারী দিবসে সম্মানীত হলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল ৮ মার্চ বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট নারী সম্মাননায় ভূষিত হন তিনি। ডাঃ দীপু মনি ছাড়াও দেশের প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতিকে এবছর এ সম্মাননা প্রদান করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীর অগ্রগতি দেশের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। সেইখানে যারা মনে করেন নারীর স্থান গৃহকর্মে, তাদের সাথে যুদ্ধ এখনও বাকি রয়ে গেছে। এই যুদ্ধে আমাদের অগ্রসর হতে হবে। বাংলাদেশের নারীরা তৈরি পোশাক শিল্পের শ্রমিক থেকে শুরু করে বিমানের দক্ষ পাইলট হিসেবেও কাজ করছেন। বলা যেতে পারে স্বর্গ-মর্ত্য জুড়ে তারা আছেন।
সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেয়ার পর তাদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আজকে যারা সম্মাননা লাভ করল, তাদের দৃষ্টান্ত অন্য নারীর জন্য অনুপ্রেরণামূলক হবে। তারা দেশ ও জাতির উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের সভাপ্রধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের ট্রাস্টি মাহফুজা খাতুন, বাংলা রেকর্ডসের চেয়ারম্যান ও সাবেক কারা মহাপরিদর্শক ইফতেখার উদ্দিন বক্তব্য দেন।

 

সর্বাধিক পঠিত