• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা আজ ৭ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের বর্ণাঢ্য এ বাৎসরিক আয়োজন বাবুরহাটস্থ পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের শেষদিকে বিকেল পৌনে ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী হাবিবা জাবেদ এবং  বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার এবং জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯-এর সভাপতি জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
    উভয় অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।