• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জাতীয় ভোটার দিবসের র‌্যালী ও আলোচনা সভা

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সেখানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ০২ মার্চ ২০১৯, ০৯:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে গতকাল ১ মার্চ জাতীয় ভোটার দিবস চাঁদপুরে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালী এবং র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ভোটার হবো, ভোট দেবো’ এ প্রতিপাদ্যের উপর চাঁদপুরে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
    আলোচনা সভায় শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সেখানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আর সেই সক্রিয় অংশগ্রহণের পদ্ধতি হচ্ছে একজন ভোটার হিসেবে দায়িত্ব পালন করা। ১৮ বছর পূর্ণ হলেই সে ভোটার হবে, জাতীয় পরিচয়পত্র পাবে, এটা তার নাগরিক অধিকার। তাই যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদেরকে ভোটার হওয়া এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে উদ্ধুদ্ধ করার লক্ষ্য নিয়েই এ প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে।
    তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাঙালির যত অর্জন, তার সবই বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে। আজকে নাগরিকদের হাতে যে স্মার্ট কার্ড। তাতে প্রমাণ হয় বাংলাদেশ অগ্রসরমান এবং ভবিষৎমুখী একটি জাতি। একজন মানুষ ভোটার এবং নাগরিক হওয়ার স্বীকৃতি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। শেখ হাসিনার সরকার সেটির ব্যবস্থা করে দিয়েছে। ভোটার কার্ডে একজন নাগরিকের প্রয়োজনীয় সকল তথ্য থাকে। ভোটার হওয়ার মধ্য দিয়ে একজন নাগরিক দেশের সকল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
    ডাঃ দীপু মনি আরো বলেন, জাতীয় ভোটার দিবস ১ মার্চ করা হয়েছে স্বাধীনতার মাসকে আরো অর্থবহ করার জন্যে। আজ সারাদেশে উৎসবের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশের যে অগ্রযাত্রা চলছে, তা আরো সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা।
    জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ হেলাল উদ্দিন খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর ইউএনও কানিজ ফাতেমা।
    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁসক অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
    জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য পেশার লোকজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।