লঘুচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি ॥ জনদুর্ভোগ চরমে
পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বজ্র মেঘের উপস্থিতি বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সবধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে লঘুচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার সারাদিন চাঁদপুরে বৃষ্টি হওয়ায় মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। শহর ও গ্রামের রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে।