• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিমান ছিনতাই চেষ্টাকারীর হাতে ছিল ‘খেলনা পিস্তল’

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল ‘খেলনা পিস্তল’। সেই পিস্তল দিয়েই ভয় দেখিয়ে মাহাদী নামে ওই যুবক জিম্মি নাটকের চেষ্টা করেছিল। কমান্ডো অভিযানে নিহত হওয়ার পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে সেটি খেলনা পিস্তল বলে জানা যায়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাহাদীর কাছ থেকে পাওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী মাহাদী কমান্ডো অভিযানে নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।