• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চকবাজারে ট্র্যাজেডি

ঢামেকে চিকিৎসাধীন কেউ আশঙ্কামুক্ত নয়

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেকে চিকিৎসাধীন ১১ জনের কেউ আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি থাকা অগ্নিদগ্ধদের নিয়ে সাংবাদিকদের আলাপকালে এ আশঙ্কার কথা জানান তিনি।  

তিনি বলেন, ‘যারা চিকিৎসাধীন তারা কেউ আশঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৯ জনকে রাখা হয়েছে।’ অপরদিকে ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীনদের মধ্যে আনোয়ার হোসেনের শরীরের ২৮ শতাংশ, মাহামুদুল হাসানের ১৩ শতাংশ, রেজাউলের ৪৩ শতাংশ, সোহাগের ৬০ শতাংশ, জাকিরের ৩৫ শতাংশ, মোজাফফরের ৩০ শতাংশ, হেলালের ১৬ শতাংশ, সেলিমের ১৪ শতাংশ ও সালাউদ্দিনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন রবিউল (২৮) ও কাওসার (৩৫)। রবিউল ওয়ান স্টপ আইসিইউতে এবং কাওসার অর্থোপেডিক বিভাগের অধীনে ভর্তি রয়েছেন।