উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত
চাঁদপুরের সাত উপজেলার মধ্যে ছয়টিতে চমক
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট হবে আগামী ২৪ মার্চ। এদিনে চাঁদপুর জেলার হাইমচর বাদে সাত উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই সাত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাতটির মধ্যে ছয়টিতেই রয়েছে চমক। কচুয়াতেই শুধু বর্তমান চেয়ারম্যানকেই মনোনয়ন দেয়া হয়েছে। আর অন্য ছয়টিতে পুরানোদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে। তবে এঁরা প্রার্থী হিসেবে নতুন হলেও দলীয় রাজনীতিতে পুরানো।
হাইমচর বাদে অন্য সাত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ যে সাতজনকে মনোনয়ন চূড়ান্ত করেছে তারা হচ্ছেন কচুয়ার বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির, মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, চাঁদপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন এবং শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চাঁদপুরের সাত উপজেলাসহ দেশের ১শ’ ২৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর মধ্যে চাঁদপুরের সাত জনের নাম জানা গেছে। দল মনোনীত প্রার্থীদের আজ মনোনয়নের চিঠি দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।