চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজে ডিএনএ’র নমুনা সংগ্রহ শুরু
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজে ডিএনএ’র নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। আজ শুক্রবার বেলা ১১টা থেকে সিআইডি’র প্রতিনিধিরা ডিএনএ সংগ্রহের কাজ শুরু করেন।
চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ শনাক্ত এবং তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১ জনের মরদেহ শনাক্ত করা এখনও সম্ভব হয়নি।
এ বিষয়ে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত সাংবাদিকদের বলেন, আমরা বাকি ২১ মরদেহ থেকে ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো। পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো এবং তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) রোমানা আক্তার জানান, ২১ মরদেহের পরিচয় শনাক্তের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে ১০ স্বজনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এদিকে সকাল থেকে ঢামেক হাসপাতাল মর্গের সামনে স্বজনরা ভিড় করছেন।