• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সভায়ই চূড়ান্ত হবে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুরের ৭টিসহ ১শ’ ২৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থী হিসেবে কাদের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।