• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঘন কুয়াশায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৩০

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মেঘনা নদীর মুন্সিগঞ্জ এলাকায় ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৪ ও চাঁদপুরগামী ইমাম হাসান এ ২টি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ৪ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ধুলতে-ধুলতে এক দিকে কাতহয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল বলে যাত্রীরা জানান। এতে করে অল্পের জন্যে ৪ শতাধিক যাত্রী প্রাণে রক্ষো পায়। যাত্রীরা আরো জানান, গভীর নদীতে এ ঘটনাটি ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনার ছিলো। সংঘর্ষের ঘটনায় ইমাম হাসান লঞ্চের কমপক্ষে ৩০ যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় ইমাম হাসান লঞ্চের সামনের অংশে ও পাশে ধুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে ৮টায়। ইমাম হাসান লঞ্চটি সকাল ৭টায় ঢাকা নৌ-টার্মিনাল থেকে প্রায় ৪ শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। হঠাৎ মুন্সিগঞ্জের দীঘিরচর নামক স্থানে আসলে অপর দিক থেকে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৪ সজোরে এসে ইমাম হাসান লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষর ঘটায়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। লঞ্চে থাকা যাত্রীরা  আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় যাত্রীরা ছোটাছুটি করতে গিয়ে নদীতে লাফিয়ে পড়ে অসংখ্য যাত্রী আহত হয় বলে যাত্রী রুহুল আমিন জানান।
এমভি ইমাম হাসান লঞ্চের সুপার ভাইজর মোঃ হারিস জানান, সকাল থেকেই নদীতে কুয়াশা ছিল। ঘটনাস্থলে আসলে বরিশাল ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্নফুলী-১৪ নামক লঞ্চটি খামখেয়ালীভাবে দ্রত গতিতে আসার কারনে নিয়ন্ত্রণ করতে না পেরে ইমাম হাসানের সাথে সজোরে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে করে কর্নফুলী লঞ্চটি বড় হওয়ার কারণে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ইমাম হাসান লঞ্চটির বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে এবং যাত্রীদের মধ্যে লঞ্চের ভেতরে ছুটাছুটি করতে পড়ে গিয়ে ও লোহার আঘাতে অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। পরবর্তীতে লঞ্চটি ঘন্টাব্যাপী ওই স্থানে অবস্থানের পর যাত্রীদের অনুরোধে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আহতদের মধ্যে কমপক্ষে ৩০ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।

লঞ্চটি সিডিউল টাইমে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর নৌ-টার্মিনালে পৌঁছার কথা। দুর্ঘটনার কারণে দেরি করে দুুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছে।
চাঁদপুর নৌ-থানার ওসি জানান, ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ এলাকায়। এতে ইমাম হাসান লঞ্চে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। যাত্রীরা ও অনেকে আহত হয়েছে।