• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুন শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত শিক্ষক

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘কখনো ভাবিনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আমাকে কল করবেন। আমি বিশ^াস করতে পারছিলাম না সত্যিই শিক্ষামন্ত্রী আমাকে ফোন করেছেন। তাঁর এ ফোনকল আমার জীবনের সেরা প্রাপ্তি। যতোই বাধা আসুক, আমি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার এ প্রয়াস চালিয়ে যাবো।’ এভাবেই নিজের অনুভূতির কথা সাংবাদিকদের জানালেন কুড়িগ্রামের চরশৌলমারি আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবির।
আবেগাপ্লুত এ শিক্ষক বলেন, ‘সরকারের একজন মন্ত্রী এভাবে ফোন করে খোঁজখবর নেবেন তা কখনও আশা করিনি। তিনি (মন্ত্রী) আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ^াস দেন।’
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে নারীশিক্ষা ছড়িয়ে দিতে অধ্যক্ষ হুমায়ুন কবির যে অবদান রেখে চলেছেন তা নজরে আসার পর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বুধবার সকাল ৯টায় তাঁকে স্বাগত জানাতে ফোন করেন। মন্ত্রণালয়ে আসার পথে গাড়িতে বসেই তিনি ফোন করেন অধ্যক্ষ হুমায়ুনকে। ওপাশে ফোন রিসিভ হওয়ার পর তিনি বলেন, ‘আমি দীপু মনি বলছি। শিক্ষামন্ত্রী। কেমন আছেন?’
জানা যায়, টাকার অভাবে কলেজে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষাজীবনের ইতি টানতে বাধ্য হচ্ছিলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুর্গম চরশৌলমারির অধিকাংশ ছাত্রী। উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত ব্রহ্মপুত্রের এ দুর্গম চরাঞ্চলে নারীশিক্ষার আলো ছড়াতে দুঃসাহসী উদ্যোগ নেন স্থানীয় যুবক হুমায়ুন কবির। সরকারি অনুদানের তোয়াক্কা না করে নিজ উদ্যোগে গড়ে তোলেন চরশৌলমারি আদর্শ মহিলা মহাবিদ্যালয়।
হুমায়ুন নিজেই কলেজের অধ্যক্ষ। দুটি টিনের ঘরে আটটি ক্লাস রুম। ছাত্রীদের কারও বেতন দেয়ার সামর্থ্য নেই। উল্টো তাদের কিনে দিতে হয় বইপত্র। এমন প্রেক্ষাপটে হুমায়ুনের নেতৃত্বে নয়জন শিক্ষক ও সাতজন কর্মচারী চালাচ্ছেন কলেজের কার্যক্রম। শিক্ষকরা গ্রামের বিভিন্ন বাড়িতে টিউশনি করে যে টাকা পান; তা ব্যয় করেন কলেজের ছাত্রীদের পেছনে।
নিবেদিতপ্রাণ এ শিক্ষকের সংগ্রামের খবর পেয়ে গত বুধবার সকালে তাঁকে সরাসরি ফোন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি হুমায়ুন কবিরকে উৎসাহ দেয়ার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠান পরিচালনায় সবধরনের সহযোগিতারও আশ^াস দিয়েছেন।
অধ্যক্ষ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, স্কুলের গ-ি পার হওয়ার পর টাকার অভাবে এই চরের মেয়েদের কলেজে যাওয়া হতো না। ঝরেপড়া এ ছাত্রীদের কথা ভেবে ২০১৩ খ্রিস্টাব্দে চরশৌলমারি আদর্শ মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির একাডেমিক শিক্ষাদানের অনুমতি পেলেও সরকারি অনুদান বা এমপিও পাওয়া যায়নি। শিক্ষকরা টিউশনি করে ছাত্রীদের প্রয়োজন মেটাচ্ছেন। এখানে পড়াশোনা করছে ৬০ জন ছাত্রী। তাদের কাছ থেকে বেতন নেয়া হয় না।
পরীক্ষার ফরম পূরণের সময় সামান্য কিছু টাকা নেয়া হয়। তারপরও ছাত্রীদের বাড়ি থেকে ডেকে এনে ভর্তি করাতে হয়। এরপরও শিক্ষাদান করে যাচ্ছেন শিক্ষকরা। অধ্যক্ষ হুমায়ুন আরও জানান, ২০০১ খ্রিস্টাব্দে তিনি জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ^বিদ্যালয়) থেকে ইতিহাস বিভাগে ভালো ফল নিয়ে মাস্টার্স করেও চাকুরির পেছনে ছোটেননি। নিজ এলাকায় নারীশিক্ষার প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন।
নিজের প্রতিষ্ঠান নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে অধ্যক্ষ হুমায়ুন বলেন, অবহেলিত ছাত্রীদের শতভাগ উপবৃত্তি ও আর্থিক অনুদান দেয়া হোক। গ্রামে বসে একটা মেয়ে যেনো সর্বোচ্চ শিক্ষা নিতে পারে সেজন্যে নিজের প্রতিষ্ঠানে অনার্স, ডিগ্রি এবং মাস্টার্স কোর্স চালুর ব্যাপারেও সংশ্লিষ্টদের সাহায্য চান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের শতকরা ৯৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগেই প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে আবেদনের ভিত্তিতে সরকার অনুদান দেয়া শুরু করে। আবার এসব বেসরকারি প্রতিষ্ঠানের মধ্য থেকেই বাছাই করে সরকারিকরণ করা হয়।
তবে সরকারিকরণের পর ওইসব প্রতিষ্ঠানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের আধিপত্য প্রতিষ্ঠা হয়। গণহারে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় বেসরকারি শিক্ষকদের। তাই প্রাথমিকের ন্যায় একযোগে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারিকরণ দাবি করেন শিক্ষক নেতারা।
তথ্যসূত্র : বিশিষ্ট যুবনেতা জাফর ইকবাল মুন্নার ফেসবুক থেকে নেয়া।

 

সর্বাধিক পঠিত