অনৈতিকতার পথে হেঁটে ভাল ফলাফল পাওয়া যায় না : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফলাফল পাওয়া যায় না এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, পরীক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করবে, সুন্দরভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। আমরা শিক্ষার্থীদের কাছে এটাই চাই।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরীক্ষার আগে কোনও অনৈতিক পথের খোঁজ না করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে ডাঃ দীপু মনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি আমাদের সবার জন্যেই পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সেই পরীক্ষা যেন হয় সম্পূর্ণভাবে প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো কোনও দুর্বৃত্ত যেনো এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপচেষ্টা চালাতে না পারে। একইভাবে প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশেরও যদি আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে তাহলে যারা এই অপকর্মটি করে তারা এগুলো করার চেষ্টা করবে না।
তথ্য সূত্র : বাসস।