• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন

তফসিল ১৭ ফেব্রুয়ারি ॥ তথ্য চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তথ্য জানাতে সংসদে প্রতিনিধিত্ব রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদে সংরক্ষিত আসনের বিষয়ে দলগুলো জোটগতভাবে না রাজনৈতিক দল হিসেবে প্রার্থী দেবে তা জানাতে বলা হয়েছে। ৩০ জানুয়ারির মধ্যে ইসিকে এ তথ্য জানাতে হবে।
    গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত চিঠিগুলো রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর পাঠানো হয়। আর স্বতন্ত্র এমপিদের নিজ নামে চিঠিগুলো পাঠানো হয়েছে।
    চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ২১ কার্যদিবসের মধ্যে ইসিকে জানাতে হবে। আর ইসি ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা প্রস্তুত করবে।
    এর আগে সোমবার সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিংয়ে বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ওইদিন জানা যাবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়।
    জানা যায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দল বা জোট সংরক্ষিত আসন বরাদ্দ পাবে। ৫০টি আসনের মধ্যে সংসদের সরাসরি নির্বাচনে প্রাপ্ত আসন অনুপাতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।
    তবে দল ও জোটগুলো সমঝোতার মাধ্যমে আসন সংখ্যা কমবেশি করতে পারবে। এমপিরা এই নির্বাচনে ভোটার। এসব আসনে ভোটের বিধান থাকলেও এদেশে এখনও কোনো ভোট হয়নি। কারণ দল বা জোটগুলো আনুপাতিকভাবেই তাদের প্রার্থী দিয়েছে।
তথ্যসূত্র : জাগো নিউজ।

 

সর্বাধিক পঠিত