• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৯ জানুয়ারি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আগামী ১৯ জানুয়ারি শনিবার দেশজুড়ে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সেদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে শিশু স্বাস্থ্যের জন্যে জরুরি পরামর্শ দেয়া হবে।
    চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে মঙ্গলবার আসন্ন এই ক্যাম্পেইনের (২য় রাউন্ড) জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এসব কথা জানানো হয়। জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সফিকুল ইসলামের সভাপ্রধানে সভায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ হাজার ৩শ’ ৩৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি বলেন, সাধারণত বছরে দু বার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তবে নির্বাচনের কারণে গত বছরের ২য় রাউন্ডের ক্যাম্পেইন এ বছর জানুয়ারি মাসে পরিচালনা করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা সফল করবো।
    জেলা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ মোঃ গোলাম কাওসারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএমএর সভাপতি ডাঃ নরুল হুদা, ডাঃ আব্দুল গফুর, ডাঃ একেএম আব্দুস সোবহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপির অফিসার মোঃ মজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আলী আজগর, জেলা জাতীয় ইমাম সমিতির যুগ্ম সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, পুরাণবাজার সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোঃ শাহেদ রিয়াজ প্রমুখ।