চাঁদপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বিশেষ একটি টিম চাঁদপুর মেডিকেল কলেজের জন্যে নির্ধারিত জায়গা পরিদর্শন করেছে। গতকাল সোমবার দুপুরে এ টিমটি পরিদর্শন করে। কলেজের জন্যে নির্ধারিত প্রায় ৩২ একর জায়গার পুরোটাই তাঁরা ঘুরে দেখেন। মেডিকেল কলেজের জন্যে নির্ধারিত এ জায়গাটি হচ্ছে-চাঁদপুর-ফরিদগঞ্জ (গাছতলা ব্রিজ) ব্রিজের দক্ষিণ পাড়ে মেরিন একাডেমীর সামনে সড়কের পূর্ব পাশে। ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে এ জায়গাটি নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ টিম ১৪ জানুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের জন্যে নির্ধারিত জায়গাটি পরিদর্শনে যায়। এ টিমে আরো যারা ছিলেন তাঁরা হচ্ছেন- চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জামাল সালেহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, গণপূর্ত বিভাগ চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলীসহ আরো কয়েকজন।
জানা গেছে, মেডিকেল কলেজের জন্যে প্রায় ৩২ একর জায়গা নির্ধারণ করা হয়। এ জায়গা চাঁদপুর সদর উপজেলাধীন বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকায় অবস্থিত। সে এলাকার পাঠান বাড়ি, দেওয়ান বাড়িসহ আরো কয়েকটি বাড়ির বাসিন্দাদের ব্যক্তিমালিকানাধীন ওই পরিমাণ জায়গা মেডিকেল কলেজের জন্যে নির্ধারণ করা হয়। এর পরিমাণ হচ্ছে প্রায় ৩২ একর। ব্যক্তিমালিকানাধীন হওয়ায় এ জায়গা অধিগ্রহণ করতে হবে। এখন অধিগ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এর আগে এখানে মেডিকেল কলেজের জন্যে প্রয়োজনীয় বহুতল ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ডিজিটাল সার্ভের কাজ সস্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে চাঁদপুর মেডিকেল কলেজ ভবন নির্মাণ করা শুরু করা যাবে।